• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে কৌশলে সংগঠিত হচ্ছে জামায়াত-শিবির

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

০৫ ডিসেম্বর ২০১৯, ১২:৩০
বাংলাদেশ
ছবি : জেলার ম্যাপ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল ও ৭১-এ যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী পাবনার ঈশ্বরদীতে গোপনে নানা কৌশলে সংগঠিত হচ্ছে। সাংগঠনিক শক্তি সঞ্চয়ের জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে কাজ করছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। জন সম্পৃক্ততা বাড়াতে ভোল পাল্টে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেদের অবস্থান সুরক্ষিত করছেন। নিবন্ধন বাতিল হলেও তাদের অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়নি। ফলে এ অঞ্চলে জামায়াত-শিবিরের আর্থিক সরবরাহ বন্ধ হয়নি।

শুধু তাই নয়, জামায়াত শিবিরের নেতাকর্মী কিংবা সমর্থকরা ক্ষমতাসীন দলের কতিপয় স্বার্থান্বেষী নেতার পৃষ্ঠপোষকতায় সমাজের বিভিন্ন স্তরে নিজেদের প্রভাব বলয় তৈরি করছেন। তারা কৌশল হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার সমর্থনেও কথা বলছেন। জামায়াত শিবির নিজেদের নিরাপদ রাখতে এবং নির্বিঘ্নে তাদের মধ্যে যোগাযোগ ও দলীয় কার্যক্রম চালিয়ে যেতেই এই কৌশল বেছে নিয়েছেন।

দশম জাতীয় নির্বাচনের আগে ও পরে এবং বিভিন্ন সময় ঈশ্বরদীতে ব্যাপক নাশকতা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, জ্বালাও-পোড়াসহ বিভিন্ন মামলায় জামায়াত-শিবিরের নেতারা গ্রেফতার হয়ে কারাগারে থাকায় দলীয় কার্যক্রম অনেকটা স্থবির ছিল। পরবর্তীতে জামায়াত-শিবিরের ক্যাডার ও নেতাকর্মীরা জামিনে বের হয়ে সংগঠন গোছাতে নতুন করে সক্রিয় হয়ে ওঠেন। পুলিশি তৎপরতার কারণে তারা মাঠে নামতে না পারলেও নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্য দিয়ে নিজেদের সক্রিয় রেখেছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস দুঃখ প্রকাশ করে বলেন, দলের কিছু সুবিধাবাদী ও ধান্দাবাজ নেতার হাত ধরে জামায়াত-শিবিরের অনুসারীরা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনে অনুপ্রবেশ করছেন। পরিচয় গোপন করে থাকা জামায়াত-শিবিরের এসব অনুসারী ছাত্রলীগ ও যুবলীগে ঢুকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। জামায়াত-শিবিরের এসব অনুপ্রবেশকারী নিজেদের সংগঠিত করার পাশাপাশি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন।

বিভিন্ন সময় গোপন ঘরোয়া বৈঠক থেকে নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেফতার করেছে। রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা নিতে বৈঠকে জড়ো হয়েছিল বলে তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে পুলিশ তাদের ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখে, তাদের মধ্যে অন্তত ৭০ ভাগ যুবকের ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি রাখা হয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা সভা সমাবেশে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের ছবি আছে। ফেসবুকে অনেকেই নিজেদের ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে দাবি করছেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, শিবির চারটি ক্যাটাগরিকে টার্গেট করে সদস্য (বন্ধু) সংগ্রহ শুরু করে। এর মধ্যে আছে সিংগেল ডিজিট, জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী, মেধা ক্রমে স্থান পাওয়া শিক্ষার্থী ও প্রভাবশালী পরিবারের সন্তান। অনলাইনে দাওয়াতের মাধ্যমে ‘বন্ধু’ বাছাই করে তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে তথ্য প্রযুক্তি এবং সাংগঠনিক বিভিন্ন প্রশিক্ষণ আছে। সরকারি স্কুল ও কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের গোপন সাংগঠনিক শক্ত ভিত্তি রয়েছে বলে জানা গেছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল অ্যাপস ব্যবহার করে তারা সাংগঠনিক সম্মেলন পর্যন্ত করেছেন।

ঘরোয়া বৈঠকগুলোর খবরও তারা দেন টেলিগ্রামের (নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ) মাধ্যমে। চেতনা-৭১, মুক্তিযুদ্ধের বাংলাদেশ- এ ধরনের বিভিন্ন নামে তারা ফেসবুক গ্রুপ-উপগ্রুপ তৈরি করেন। সেই গ্রুপের মাধ্যমে নিজেরা যোগাযোগ করেন। এ ছাড়া বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আড়ালে তারা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেন।

গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, নিজেদের সংগঠিত করতে বিকল্প পন্থা হিসেবে তাদের পরিচালিত আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসা-বাড়িতে বৈঠক করে যাচ্ছে জামায়াত-শিবির। গত কয়েক বছর তারা প্রকাশ্যে মিছিল-সমাবেশ করার পরিবর্তে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ও ঘরোয়া বৈঠক করে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। কৌশলের অংশ হিসেবে বিভন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যেও নিজেদের সংগঠিত করতে থাকে। শীর্ষস্থানীয় নেতারা প্রকাশ্যে না এসে সাথী ও সমর্থকদের দিয়ে সংগঠন গোছানোর কাছ করছেন। জামায়াতের শীর্ষ পদের নেতারা জামায়াতের কথা সরাসরি উল্লেখ না করে সম্মিলিত নাগরিক পরিষদ, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষাবিদ উল্লেখ করছেন। নিজেদের সংগঠিত করে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে এবং তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে-এ আশঙ্কাও রয়েছে। এ কারণে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর নজরদারি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার বিষয়টি আমাদের মাথায় আছে। দিবসভিত্তিক কর্মসূচি পালন ও ঘরোয়া রাজনীতির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছে তারা।

২০১৩-২০১৪ সালে কারা নাশকতা করেছেন, মামলার আসামি হিসেবে কারা আছেন, তাদের মধ্যে জামিনে কারা আছেন সেসব বিষয় আমরা খতিয়ে দেখছি। নাশকতার চেষ্টা হলে সর্বাত্মকভাবে প্রতিরোধের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড