• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে লটারির মাধ্যমে ধান ক্রয় শুরু

  পঞ্চগড় প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২২
কৃষকদের কাছ থেকে আমন মৌসুমের ধান কেনা শুরু
কৃষকদের কাছ থেকে আমন মৌসুমের ধান কেনা শুরু (ছবি : দৈনিক অধিকার)

পঞ্চগড়ে লটারির মাধ্যমে বাছাইকৃত কৃষকদের কাছ থেকে আমন মৌসুমের ধান কেনা শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় খাদ্য গুদামে ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকা অনুযায়ী অ্যাপসে লটারির মাধ্যমে বাছাই করা কৃষকদের কাছে এখন থেকে ১ হাজার ৪০ টাকা প্রতিমণ দরে ধান কেনা হবে।

জেলা খাদ্য বিভাগ জানা যায়, চলতি আমন ক্রয় মৌসুমে জেলায় ১৮ হাজার কৃষকের কাছ থেকে ১২ হাজার ১৪৪ টন ধান কেনা হবে। এর মধ্যে সদর উপজেলায় তিন হাজার ৬৩ জন কৃষকের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে তিন হাজার ৬৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পঞ্চগড় সদর উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানি, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, সদর খাদ্য গুদামের ওসি এলএসডি খলিলুর রহমানসহ স্থানীয় কৃষকরা।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড