• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬০০ টাকার জন্য শিক্ষার্থীর গায়ে আগুন ধরিয়ে দেয় ২ কিশোর 

  বরিশাল প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৭
অগ্নিদগ্ধ ছাত্র
অগ্নিদগ্ধ ছাত্র মাহফুজ ( ছবি : দৈনিক অধিকার )

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্র মাহফুজ ঢালীর (১৩) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে অগ্নিসংযোগের পর মাহফুজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রবিবার সন্ধ্যায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মাহফুজের স্বজনদের অভিযোগ, মাত্র ৬০০ টাকা পাওনা নিয়ে সমবয়সী দুই কিশোর বাপ্পী ও তামিল মাহফুজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

মাহফুজ বাবুগঞ্জ উপজেলার বকসিরচর দাখিল মাদারাসার সপ্তম শ্রেণির ছাত্র।

চিকিৎসকদের বরাত দিয়ে মাহফুজের ভাই মাসুদ ঢালী জানান, মাহফুজের গলা থেকে কোমর পর্যন্ত ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

তিনি আরও জানান, অভিযুক্ত বাপ্পী ও তামিল একই গ্রামে মাহফুজের সমবয়সী। কিছুদিন আগে তারা মাহফুজের কাছে একটি মোবাইল ফোন বিক্রি করেছিল। এ বাবদ মাহফুজের কাছে তারা ৬০০ টাকা পেত। এই টাকা পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় মাহফুজকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই দুই কিশোর।

মাসুদ ঢালী জানান, মাহফুজের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখন পর্যন্ত থানায় মামলা দায়ের করতে পারিনি। তবে পুলিশ হাসপাতালে গিয়ে মাহফুজকে দেখে এসেছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম জানান, ঘটনা শুনেছি। মাহফুজের পরিবার মামলা দায়ের করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড