• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে উদ্ধার ৮ ফুট লম্বা অজগর

  টাঙ্গাইল প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২
অজগর
উদ্ধারকৃত অজগর সাপ (ছবি : ফাইল ফটো)

টাঙ্গাইলের সখীপুর উপজেলার শালবন সংলগ্ন মহাসড়কের পাশ থেকে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। সাপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে বলে ধারণা তাদের।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার বহেড়াতৈল কাউচির চালা এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তিন দশক পর এই প্রথম একটি অজগর সাপ দেখা গেল। এ খবর পুড়ো এলাকায় ছড়িয়ে পড়লে হাজারো উৎসুক জনতা সাপটি দেখতে ভিড় করে। তবে বর্তমানে সাপের ভয়ে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ দিকে, উপজেলার ছাতিয়া থেকে বহেড়াতৈল যাওয়ার পথে বন সংলগ্ন সড়কের পাশে একটি সাপ দেখে কয়েকজন পথচারী। এ সময় তাদের চিৎকারে এগিয়ে এসে অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা।

সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগ জানায়, এ এলাকায় আরও অজগর সাপ রয়েছে। এটি একটি বাচ্চা মাত্র।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এরশাদুল আলম জানান, সাপটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ সংরক্ষণ করার একটি উদ্যানে ছেড়ে দেওয়া হয়। তবে কেউ আঘাত না করায় সাপটি সুস্থ ছিল।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড