• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামালপুরে সিপিবির পদযাত্রায় হামলা

  জামালপুর প্রতিনিধি

২৯ নভেম্বর ২০১৯, ০৮:১২
(ছবি : সংগৃহীত)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) পথযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিসহ ১৭ দফা দাবিতে কমিউনিস্ট পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আহসান খানের নেতৃত্বে বালিজুড়ি বাজার শহিদ মিনার এলাকায় সিপিবির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে।

জেলা কমিউনিস্ট পার্টির সহসাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ মানিক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আহসান খানের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে ইসলামপুরের কুলকান্দি থেকে পদযাত্রা শুরু করে সিপিবি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদযাত্রাটি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার শহিদ মিনার এলাকায় পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা পদযাত্রার উপর অতর্কিত হামলা করে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে সিপিবির আট থেকে নয় জন নেতাকর্মীকে মারধর করে। পরে এ ঘটনার প্রতিবাদে শহিদ মিনার চত্বরে প্রতিবাদ সভা করে সিপিবি।

মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন জানান, ‘আমি বাইরে আছি, বিস্তারিত জানি না। তবে ওই রকম কোনো ঘটনা ঘটেনি। কে বা কারা হামলা চালিয়েছে আমি তাদের পরিচয় জানি না।’

মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ‘ছাত্রলীগ যুবলীগের কোনো সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কে বা কারা ব্যানার, ফেস্টুন ছিঁড়েছে তা আমার জানা নেই।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পথসভা চলার সময় হামলা চালিয়ে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার কথা শুনেছি। তবে এ সময় মঞ্জুরুল আহসান খানসহ কারও গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। রাতে শহিদ মিনার চত্বরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করেছে সিপিবি।

ওডি/টিএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড