• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল মনোহরদীর যুবকের

  নরসিংদী প্রতিনিধি

২৬ নভেম্বর ২০১৯, ০৯:২৪
নিহত যুবক বোরহান উদ্দিন (২৫)
নিহত যুবক বোরহান উদ্দিন (২৫) (ছবি : সংগৃহীত)

সৌদি আরবের রিয়াদে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বোরহান উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বোরহান উদ্দিন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের আলী আকবরের পুত্র।

নিহত বোরহান উদ্দিনের চাচা আবু তাহের ছিদ্দিকী জানান, সংসারের স্বচ্ছলতা আনতে চার বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে পাড়ি জমান বোরহান উদ্দিন। তিনি রিয়াদ শহরের ইমামা কোম্পানিতে চাকরি করতেন।

তিনি আরও জানান, বোরহান উদ্দিন তিন বছর থাকার পর ছুটি নিয়ে দেশে আসেন। এক বছর আগে বিয়ে করে দুই মাসের মাথায় আবারও ফিরে যান তার কর্মস্থলে।

জানা যায়, রবিবার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়েন বোরহান। রাতে হঠাৎ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বৈদ্যুতিক শটসার্কিটের আগুন লেগে ঘুমন্ত অবস্থাতেই বোরহান উদ্দিন ও অপর সহকর্মীর মৃত্যু হয়।

খবর পেয়ে বোরহানের গ্রামের প্রতিবেশী মহর আলী ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে বাংলাদেশে তার পরিবারকে জানান।

বোরহান উদ্দিনের মৃত্যুর খবর পাওয়ার পরে মাত্র দুইমাস স্বামীর সাথে সংসার করা স্ত্রী লিজা স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। অপর দিকে সন্তানকে হারিয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন বোরহানের বাবা-মা।

তার লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন স্বজনরা।

ওডি/এসএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড