• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় ৩২ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার

  কুমিল্লা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০১৯, ১৭:৪৪
কুমিল্লা
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা

কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক এলাকা থেকে ৩২ হাজার ইয়াবা, দেশীয় অস্ত্র ও নিশান পেট্রোল জীপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বলদাখাল এলাকায় ৩০ হাজার পিস ইয়াবা বহনকারী নিশান পেট্রোল জীপসহ ইউছুফ আলী মালিক (৩৩) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ি বান্দরবান জেলার আলী কদম এলাকায়।

একই দিন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দেবীপুর এলাকায় দেশীয় পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবাসহ মো. রিপন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। রিপন মিয়া সদর দক্ষিণ থানার মেরুয়ারী গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ মামুন (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পাথুরিয়া পাড়া এলাকা থেকে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। মামুন সদর উপজেলার সুজানগর লেক্স পুকুর পাড় এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পূর্বে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদকের ৬টি মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, চৌদ্দগ্রামে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মুরগীর ডিম বোঝাই ছিনতাই হওয়া ট্রাকসহ ৫ জনকে আটক করে পুলিশ। শনিবার গাজীপুরের কাপাসিয়া থেকে ছিনতাই হওয়া ওই ডিম বোঝাই ট্রাক চৌদ্দগ্রাম উপজেলার তাহমিদ টাওয়ার চৌদ্দগ্রাম পৌরসভার নিচ তলা থেকে ওই ৭৫১ কেইস ও ট্রাক উদ্ধার করে। আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা আবদুল কাদের (৫৫), কিরন মজুমদার প্রকাশ কিরন (৩৬), আবদুস ছালাম প্রকাশ শাহিন (৩৮) ফেনীর বাসিন্দা আবদুল হান্নান (৩০), বান্দরবানের লামার বাসিন্দা মো. সোহেল ও ট্রাক চালক আলমগীর হোসেন।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড