• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে ছিনতাই মামলায় কারাগারে মোটর শ্রমিক নেতা

  সুনামগঞ্জ প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, ২২:২০
গ্রেফতার
গ্রেফতারকৃত জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির (ছবি : দৈনিক অধিকার)

ছিনতাইয়ের মামলায় সুনামগঞ্জ জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের আরপিননগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের ব্লক পয়েন্ট দূর্গাবাড়ী সংলগ্ন প্রধান সড়কে মোহাম্মদপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মো. হারুন-অর-রশিদকে অস্ত্র দেখিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির ও তার ভাই রুমেন। এ ঘটনায় ওই আইনজীবীর ছেলে আল মাহমুদ বাদী হয়ে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আসামি সুজাউল কবিরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সুনামগঞ্জ সদর থানাকে নির্দেশ দেয়। পরবর্তীকালে পুলিশ অভিযুক্ত সুজাউল কবিরকে গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রাখে। এরই অংশ হিসেবে র‌্যাবের সদস্যরা গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার সুজাউল কবিরকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করে। পরে থানা থেকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ সদর থানার ওসি সহিদুর রহমান দৈনিক অধিকারকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে র‌্যাব ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত সুজাউল কবিরকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। গ্রেফতারের পর শুক্রবারই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড