• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিকারে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ে মেলার লটারি বন্ধ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, ১৫:৩৯
ঠাকুরগাঁও
অভিযান পরিচালনাকালে (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া আজাদ মেলায় লটারি বাণিজ্যের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়ে নি:স্ব হচ্ছে এলাকার হাজার মানুষ। 'দৈনিক অধিকার' এর অনলাইন সংস্করণে গত বৃহস্পতিবার ‘ঠাকুরগাঁওয়ে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, লটারি বাণিজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় মেলায় উপস্থিত হয়ে লটারি পরিচালনার কার্যক্রম বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় পুরো মেলা ঘুরে দেখেন তিনি।

শুক্রবার (২২ নভেম্বর) সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, দৈনিক অধিকারের প্রকাশিত সংবাদটি নজরে আসার পর প্রশাসন লটারি বন্ধ করেছে। সেই সাথে মেলার মাঠ থেকে লটারির প্যান্ডেল খুলে নেওয়ার জন্য শুক্রবার পর্যন্ত সময় প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে জুয়া বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স। মেলায় জুয়ার আসর, লটারি এবং অশ্লীল নৃত্য প্রদর্শনের চেষ্টা করলে প্রশাসনকে অবগত করার জন্য সংবাদকর্মীদের পাশাপাশি এলাকাবাসীকেও আহ্বান জানিয়েছেন তিনি।

মেলার লটারি বন্ধে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন, রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়, রহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হোক বাবু, অনিল চন্দ্র সেন, প্রমুখ।

মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ঠাকুর চন্দ্র সেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় গা ঢাকা দেয়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড