• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় বিনামূল্যে ২ হাজার কৃষকের মধ্যে সার বিতরণ

  নওগাঁ প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, ০৮:২৪
কৃষক
কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

নওগাঁর ধামইরহাটে ২০১৯-২০ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ উপলক্ষে ইউএনও গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ২ হাজার ২৯৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কৃষি অফিসার মো. সেলিম রেজা, কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান, ইমরুল কায়েম, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা জানান, ১ হাজার ২০ জন কৃষকে ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ বিতরণ করা হয়। পরবর্তীকালে আরও ৬০০ জন কৃষকে ২ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপিসহ ১০ কেজি পটাশ সার, ৬৭৫ জন কৃষককে ৫ কেজি মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ বিতরণ করা হয়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড