• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশু হত্যায় বানরের মৃত্যুদণ্ড!

  মৌলভীবাজার প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৯, ১৮:২৬
বন্য বানর
বন্য বানর (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের বড়লেখায় একটি বন্য বানরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে বানরটিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী।

ওই বানরের আক্রমণে এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে বলেও অভিযোগ পাওয়া যায়। এছাড়া বানরের তাণ্ডবে শিশু, মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ওই বন্য বানরকে ধরতে ঘুমের ওষুধ মিশানো ভাত খাইয়ে বিকালে বানরটিকে আটক করে এলাকাবাসী। আটক করার পর উত্তেজিত জনতা বানরটিকে পিটিয়ে মেরে ফেলে।

জানা যায়, বেশ কিছুদিন যাবত পাথারিয়া পাহাড়ের দলছুট একটি বন্য বানর উপজেলার কাঠালতলী এলাকায় লোকালয়ে প্রবেশ করে। বানরটি কাঠালতলী, রুকনপুর, বড়খলা, দক্ষিণ মুছেগুল, উত্তরভাগসহ আশপাশের গ্রামগুলোতে নানা তাণ্ডব চালায়। সুযোগ বুঝে সে নিরীহ পথচারীসহ শিশু শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই বন্য বানরের হামলায় বড়খলা গ্রামের এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বানরের তাণ্ডবে শিশু, মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে বড়লেখা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনার দিন আমি তদন্তের কাজে অন্যত্র ছিলাম।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড