• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্মঘট প্রত্যাহারের পরও ঝালকাঠিতে বাস চলাচল বন্ধ

  ঝালকাঠি প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৯, ১০:৪২
বাস স্ট্যান্ড
ঝালকাঠি বাস স্ট্যান্ড (ছবি : দৈনিক অধিকার)

ধর্মঘট প্রত্যাহারের পরও ঝালকাঠির আট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় গন্তব্যের উদ্দেশে সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে ডাকা ধর্মঘটে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ঢাকাসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৮টি রুটে সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ খরচ করে বিকল্প পরিবহনে তাদের গন্তব্যে যাত্রা করছেন।

ঝালকাঠি বাস মালিক সমিতির সদস্য জামাল হোসেন মিঠু বলেন, ‘আজও বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহন আইনের প্রতিবাদে এ ধর্মঘট চলছে।’

এদিকে, যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসে নতুন সড়ক পরিবহন আইন নিয়ে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। ফলে সকাল থেকেই স্বাভাবিক হতে যাচ্ছে যানবাহন চলাচল। বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও বিআরটিএ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড