• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরিবহন শূন্য মহাসড়ক ‌

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

২০ নভেম্বর ২০১৯, ১৫:৪৯
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
পরিবহন শূন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (ছবি : দৈনিক অধিকার)

প‌রিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প‌রিবহন শূন্য হয়ে পড়েছে। জেলার উত্তর ও দ‌ক্ষিণ দিক থেকে ময়মনসিংহের ভালুকা-ঢাকা রুটে দূরপাল্লার যানবাহন চলাচল সকাল থেকে বন্ধ হয়ে রয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গিয়ে এমন চিত্র দেখা গে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে পড়েছেন সাধারণ যাত্রীরা। ‌

জানা যায়, নতুন সড়ক আইন ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ ধরে আইন নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ। এর ফলে দুই সপ্তাহ শিথিল ছিল নতুন আইন। পরে গত সোমবার (১৮ নভেম্বর) থেকে আইন কার্যকর হওয়ার পর অঘোষিত কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

এ দিকে, ভালুকা থেকে গাজীপুরগামী প‌রিবহন চলাচল বন্ধু করে দেওয়া হয়। এতে দূরপাল্লার কোনো প‌রিবহন ঢাকা-ময়মনসিংহ থেকে ছেড়ে আসেনি। উত্তর ও দ‌ক্ষিণ দিক থেকে সকাল থেকে এ পর্যন্ত শতকরা ২০ ভাগও প‌রিবহন চোখে পড়েনি। যা স্বাভাবিকের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগীরা।

সাধারণ যাত্রীদের অভিযোগ- আমরা কষ্ট করে যদিও কোনো গাড়ি পাচ্ছি, তাতে আবার অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে। ভালুকা থেকে গাজীপুরের বাস ভাড়া ৫০ টাকা থেকে ১০০ টাকা করে নিচ্ছে। ভালুকা থেকে ত্রিশালের বাস ভাড়া ২০ টাকা থেকে ৪০টাকা করে নিচ্ছে বাসের চালক ও হেলপাররা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড