• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় বাস চলাচল বন্ধ : ভেস্তে গেছে ডিসির বৈঠক

  খুলনা প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ১১:২২
পরিবহন ধর্মঘট
পরিবহন ধর্মঘট ( ছবি : দৈনিক অধিকার )

খুলনার অভ্যন্তরীণ রুটে বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ার কথা থাকলেও চলছে না বাস। নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে খুলনায় তৃতীয় দিনের মতো চলছে চালকদের কর্মবিরতি।

এ দিকে সকালে বাস ছাড়বে এমন খবরে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল, রয়্যাল ও শিববাড়ির মোড়ে অনেক যাত্রীরা এসে ভিড় করলেও যাত্রা ব্যর্থ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। এছাড়া অধিকাংশ বাস কাউন্টার বন্ধ রয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী জানান, চালকরা কেউ গাড়ি চালাতে চাচ্ছে না। ভোর সাড়ে ৬টায় সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে চালকদের গাড়ি চালাতে অনুরোধ করলেও তারা রাজি হচ্ছে না। চালকরা বলছেন, দুর্ঘটনা ঘটলে সব জরিমানা আপনি দেবেন এমন লিখিত দিলে আমরা গাড়ি চালাব।

এর আগে পরিবহন ধর্মঘট নিয়ে মঙ্গলবার দুপরে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে খুলনা জেলা প্রশাসকের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই পক্ষের বৈঠকে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক-শ্রমিক নেতারা। তবে বৈঠকের সেই সিদ্ধান্ত এখন ভেস্তে গেছে।

এ দিকে খুলনা শহর থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও রূপসা-মোংলা, রূপসা-বাগেরহাটসহ বেশ কিছু রুটে বাস চলাচল করছে। তাবে যে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে ওই সব রুটের যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড