• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝালকাঠিতে কেজি প্রতি লবণ ১০০ টাকায় বিক্রি

  ঝালকাঠি প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ২০:২৭
ঝালকাঠি
ঝালকাঠির বাজারে অভিযান পরিচালনা করে প্রশাসন (ছবি : দৈনিক অধিকার)

এক কালের দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠিতে ১১টি লবণের মিল রয়েছে। এখানকার উৎপাদিত লবণ জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি হয় দেশের বিভিন্ন জেলায়।

অথচ দেশের অন্যান্য স্থানের মতো ঝালকাঠিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে একটি মহল গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি শুরু করে। এ সময় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত প্রতি কেজি লবণ বিক্রি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

এ বিষয়টি জানা জানি হলে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না। কোথাও লবণের দাম বাড়েনি। আগের মতোই রয়েছে।

ঝালকাঠির এআরএস সল্ট ও শরীফ সল্টসহ ১১টি লবণ মিল মালিকরাও বলেন, লবণের কোনো সংকট নেই। পর্যাপ্ত লবণ রয়েছে, সকলে ১৫ টাকা কেজি দরে লবণ কিনতে পারবে। এর আগে ঝালকাঠি চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শহরে সচেতনতামূলক মাইকিং করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড