• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইভটিজিংয়ের শিকার হয়ে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  সারাদেশ ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১১:৩৮
আত্মহত্যা
প্রতীকী ছবি

নীলফামারীতে ইভটিজিংয়ের শিকার হয়ে কারিমা আক্তার কার্নিজ (১৪) নামের এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার (১৮ নভেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কলকুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কার্নিজ ওই গ্রামের কৃষক আবুল কালামের মেয়ে। সে এবার কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়।

জানা যায়, ওই ছাত্রী মারা যাওয়ার পর থেকে ইভটিজিংকারী কলেজ ছাত্র কাওছার আলী (১৮) পলাতক রয়েছে। কাওছার একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে উপজেলার পুটিমারী বিএম কলেজের প্রথম বর্ষের ব্যাংকিং শাখার ছাত্র।

নিহত পরীক্ষার্থীর বাবা ও মা জানায়, কাওছার আলী তাদের মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে গত ১০ দিন আগে গ্রামে সালিশে কাওছার আর উৎপাত করবে না বলে ক্ষমা চায়। কিন্তু শনিবার (১৬ নভেম্বর) আমাদের মেয়ে জেএসসির শেষ পরীক্ষা দিয়ে ফিরে আসার সময় রাস্তায় পুনরায় উত্যক্ত করে কাওছার।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মফিজুল হক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড