• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেঁয়াজ চুরির আশঙ্কায় দিন-রাত ক্ষেত পাহারায় কৃষক

  কিশোরগঞ্জ প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ০৯:৫৬
পেঁয়াজ
পেঁয়াজ ক্ষেত (ছবি : দৈনিক অধিকার)

কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন রোপণকৃত পেঁয়াজ চুরি হওয়ার আশঙ্কায় দিন-রাত ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক।

হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধূলজুরী গ্রামের মৃত আব্দুর রশিদ মড়লের ছেলে ফারজুল ইসলাম তার জমিতে পেঁয়াজ পাহারা দিচ্ছেন। ফারজুল ইসলাম গত অক্টোবর মাসের মাঝামাঝিতে ১০ শতক জমিতে পেঁয়াজ চাষ করেন। এ জন্য তিনি হোসেনপুর বাজার থেকে প্রতি মণ পেঁয়াজ ৪ হাজার ৫শ টাকা দরে কিনে জমিতে রোপণ করেন।

প্রতিনিয়ত জমি পরিচর্যা করায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। বর্তমানে পেঁয়াজের দাম হু হু করে বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজি পেঁয়াজ ২৫০ টাকা পর্যন্ত গড়িয়েছে।

কৃষক ফারজুল ইসলাম জানান, বীজ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় তিনি অল্প জমিতে পেঁয়াজ চাষ করেছেন। বাকি জমিতে শীতকালীন সবজি চাষ করেছেন। এলাকার একমাত্র পেঁয়াজ ক্ষেতে চুরির আশঙ্কায় ও দুষ্ট লোকদের কবল থেকে ফসল রক্ষার জন্য তিনি দিনরাত পেঁয়াজ পাহারা দিচ্ছেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড