• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ ক্যাম্পে প্রতিবন্ধী যুবককে মারধর, দুই পুলিশ ক্লোজড

  খুলনা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ১০:৫০
নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবক রাজু মন্ডল
নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবক রাজু মন্ডল (ছবি : দৈনিক অধিকার)

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পুষ্পল মন্ডলের বিরুদ্ধে এক প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবক রাজু মন্ডল (২২) আড়ংঘাটা থানার রংপুর এলাকার অধীর মন্ডলের ছেলে।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে রংপুর পুলিশ ক্যাম্পে ওই প্রতিবন্ধী নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। প্রতিবন্ধী যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠলে, এলাকার নারী-পুরুষেরা পুলিশের বিরুদ্ধে ফুঁসে উঠে। পরিস্থিতি সামাল দিতে ওই এসআই পুষ্পল মন্ডল ও ক্যাম্পের নায়েক খালেককে তাৎক্ষণিক সরিয়ে (ক্লোজ করে) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এলাকাবাসী অভিযোগ জানান, শনিবার ঠাকুরণ তলা রাস উৎসবে মিউজিক বক্সের সামনে আনন্দ উল্লাস করার সময় রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই পুষ্পল মন্ডল তাকে বেধড়ক মারধর করে আহত করে।

এ বিষয়ে এলাকার মানুষ প্রতিবাদ করলেও কারও কথায় কর্ণপাত করেনি ওই পুলিশ কর্মকর্তা। এতে এলাকার সাধারণ মানুষ পুলিশের ওই অশোভন আচরণের বিরুদ্ধে ক্যাম্পের সামনে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রেজাউল করিম বলেন, ‘এলাকাবাসীর সাথে রংপুর ক্যাম্প সদস্যদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় ক্যাম্পের ইনচার্জ এসআই পুষ্পল মন্ডল ও ক্যাম্পের নায়েক খালেককে তাৎক্ষণিক সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

ওডি/এসএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড