• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেয়েকে দিয়ে দেহ ব্যবসা, হাতেনাতে ধরল ভ্রাম্যমাণ আদালত

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৯, ২১:৪৫
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালতের অভিযান ( ছবি : দৈনিক অধিকার )

ঠাকুরগাঁওয়ে নিজের মেয়েসহ যুবতীদের দিয়ে দেহ ব্যবসা করার দায়ে মা মেয়েসহ ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার সালান্দর ইউনিয়নের আরাজী কৃষ্ণপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকার আইয়ুব আলীর স্ত্রী সাথী আক্তার, তার মেয়ে অর্নী আক্তার ও পঞ্চগড় জেলার মরিয়ম আক্তার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিজের মেয়ে ও অন্য এলাকার যুবতীদের দিয়ে দেহ ব্যবসার অভিযোগ পেয়ে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের আরাজী কৃষ্ণপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় দুজন পুরুষ পালিয়ে গেলেও মা মেয়েসহ ৩ জনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সদর থানার পুলিশের একটি টিম এবং সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড