• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান উপমন্ত্রীর

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১৫ নভেম্বর ২০১৯, ১৪:৩৬
পাবনা
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে (ছবি : দৈনিক অধিকার)

তাপমাত্রা কমাতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।

তিনি বলেছেন, এ জনপদে যারা আছেন তারা সবাই চেষ্টা করবেন প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে। সবাই মিলে গাছ লাগালে পাঁচ বছরে এত গাছ হবে যে তাতে শহর এলাকা সবুজে ভরে যাবে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান উপমন্ত্রী।

উপজেলা প্রশাসন ও পাবনা জেলা বন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রতিটি এলাকায় গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয় এবং কালিকাপুর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এক হাজার চারা গাছ তুলে দেওয়া হয়।

এ সময় উপমন্ত্রী আরও বলেন, প্রতিদিনই আপনাদের শহরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে শিশুদের ফুসফুস নষ্ট হচ্ছে। আমরা যদি এক-দুই লাখ গাছ লাগাতে পারি তাহলে তাপমাত্রা কমে যাবে।

ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বগুড়া সামাজিক বন বিভাগের বন সংরক্ষক ড. জগলুল হোসেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামিমা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস এবং বন ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তরের পাবনা জেলা কর্মকর্তা মাহমুদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড