• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

  সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৯, ১১:৩৮
সুনামগঞ্জ
অভিযুক্ত রব্বানী (ছবি : দৈনিক অধিকার)

সুনামগঞ্জে স্ত্রীকে শারীরিক নির্যাতনের মামলার আসামি পুলিশ কনস্টেবল গোলাম রাব্বানীর (২৬) জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে গোলাম রাব্বানীর সঙ্গে রোমানা ইয়াসমিনের বিয়ে হয়। এক পর্যায়ে রোমানার স্বামী রাব্বানী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এছাড়া রোমানার বাবার বাড়ি থেকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন রাব্বানী। টাকা দিতে না পারায় গত ১৯ জুন রাতে রোমানাকে শারীরিকভাবে নির্যাতন করেন তিনি। এরপর শিশু সন্তানসহ রোমানাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ সব ঘটনায় রোমানা বাদী হয়ে গত ২৪ জুন ২০১৯ সালে সুনামগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে যৌতুকের মামলা দায়ের করেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আশেক সুজা মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড