• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

  যশোর প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৯, ২২:৪৯
আদালত
(ছবি : প্রতীকী)

জোরপূর্বক কিশোরীর মুখে গামছা বেঁধে ধর্ষণের মামলায় যশোরে কুদ্দুস আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কুদ্দুস আলী মণিরামপুর উপজেলার কাজীর গ্রামের আকবর গাজীর ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদা খাতুন মামলাটির রায় ঘোষণাপূর্বক আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৭ জুলাই দুপুরে কুদ্দুস আলী নিজ এলাকার এক কিশোরীকে স্থানীয় নিছার ফকিরের খেজুর বাগানে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনায় তার পরিবার একই বছরের ৮ জুলাই মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার তদন্ত শেষে মণিরামপুর থানার এসআই আব্দুল মান্নান কুদ্দুস আলীকে একমাত্র আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানিতে সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার বিজ্ঞ আদালত চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড