• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

  খুলনা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৯, ১৫:৩০
খুলনা
ছবি : প্রতীকী

খুলনায় সেতু ডায়গনস্টিকের ম্যানেজার ইউনুস আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মো. সোহেল শেখ, শেখ রুবায়েত হোসেন ওরফে রুবেল ও মো. সাব্বির হোসেন তপু।

এছাড়া আলামত ধ্বংসের অভিযোগে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- রানা কবির, হাফিজুর রহমান, পঙ্কজ শীল। এ সময় রানা কবীর ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ জানান, খুলনায় ২০১১ সালের ১৩ জুন সাউথ সেন্ট্রাল রোডের সেতু ডায়গনস্টিকের ম্যানেজার ইউনুস আলীকে জবাই করে হত্যা করে এক লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা। এই ঘটনায় নিহতের পিতা মো. আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। খুলনা সদর থানার এসআই মোস্তাক মামলার তদন্ত শেষে ওই বছরের ৭ সেপ্টেম্বর ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড