• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে পেঁয়াজের দাম আকাশচুম্বী

  মির্জাপুর প্রতিনিধি, টাঙ্গাইল

১৪ নভেম্বর ২০১৯, ১৫:১৭
টাঙ্গাইল
পেঁয়াজ (ছবি : সংগৃহীত)

টাঙ্গাইলের মির্জাপুরে নানা পদক্ষেপের পরও পেঁয়াজের অতিরিক্ত দাম বৃদ্ধিতে কিছুতেই লাগাম দেওয়া যাচ্ছে না।

বুধবার (১৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মির্জাপুরে বিভিন্ন আড়ত ও পাইকারি বাজারে অভিযান চালানো হয়।

মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ আড়তদারকে ৯০ হাজার টাকা জরিমানা করেন। এর পরপরই পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পায়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মির্জাপুর কাচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে মঙ্গলবার প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজের দাম সর্বোচ্চ ১৩০ থেকে ১৪০ টাকা ছিল।

ক্রেতা জাকির হোসেন বলেন, মনে করেছিলাম ব্যবসায়ীদের যখন জরিমানা করছে তাহলে আজকে পেঁয়াজের দাম কম হবে। কিন্তু বাজারে গিয়ে দেখি তার উল্টোটা।

ব্যবসায়ী মো. রফিক হোসেন বলেন, পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামেই বিক্রি করছি। আমরা কিনে বিক্রি করি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, এ ব্যাপারে ইউএনও স্যারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, অতি দ্রুত আরেকটি অভিযান পরিচালনা করা হবে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড