• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সে আমার মাকে খুন করে পালিয়েছে’ 

  বোয়ালখালী প্রতিনিধি, চট্রগ্রাম

১৩ নভেম্বর ২০১৯, ১৮:৪৪
মরদেহ
নিহতের মরদেহ ( ছবি : প্রতীকী )

চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার রমিজা খাতুন (৫২) নামে ৪ সন্তানের জননীকে হত্যা করে পালিয়েছে পাতানো ভাই।

বুধবার (১৩ নভেম্বর) বোয়ালখালী পৌরসভার বহদ্দার পাড়ার আবদুস সালামের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

নিহত রমিজা খাতুন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের মৃত হাফিজুর রহমানের মেয়ে ও মৃত বদিউল আলমের স্ত্রী। তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

রমিজা খাতুনের ছেলে মো. রুবেল জানান, গত ৪ মাস আগে বোয়ালখালী পৌরসভার বহদ্দার পাড়ায় পাতানো ভাই মো. আলমগীরকে নিয়ে ভাড়া বাসায় উঠেন তার মা। এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েও আলমগীরকে দিয়েছিলেন মা। ভাইদের মধ্যে বড় ভাই প্রবাসে থাকেন, মেঝ ভাই একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরির সুবাদে নগরীতে পরিবার নিয়ে থাকেন। আর আমি বাঁশখালীর শ্বশুর বাড়িতে ছিলাম। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আলমগীরের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় বলেও জানান তিনি।

আলমগীর বেশ কয়েকবার জেল খেটেছেন দাবি করে মো. রুবেল বলেন, ‘সে আমার মাকে খুন করে পালিয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। সকল তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড