• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন

  লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম

১২ নভেম্বর ২০১৯, ১৬:৩৫
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জামাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জামাল উদ্দিনের (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিন পাড়া আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌছিফ আহেমদ, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন। এছাড়া মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন মওলানা কাজী নাছির উদ্দিন।

জানাজার পূর্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মুস্তাফিজুর রহমান চৌধুরী, ট্রাফিক বিভাগের পরিদর্শক মুজিবুর রহমান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ চৌধুরীসহ বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জামাল উদ্দিন সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড