• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামিকে কুমিল্লায় স্থানান্তর

  ফেনী প্রতিনিধি

১২ নভেম্বর ২০১৯, ১৫:১৯
ফেনী
প্রিজন ভ্যান ঘিরে স্বজনদের আহাজারি (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১২ খুনিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের স্থানান্তর করা হয়।

স্থানান্তরকৃত আসামিরা হলো- প্রফেসর আফসার উদ্দিন, শাহাদাত হোসেন শামিম, নুর উদ্দিন, কাউন্সিলর মকসুদ আলম, মো. শামিম, ইমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রানা, শাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান জোবায়ের, আব্দুর রহিম শরিফ, মহি উদ্দিন শাকিল ও হাফেজ আব্দুল কাদের।

ফেনী জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নুসরাত হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১২ জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তাদের কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) নির্দেশে কুমিল্লায় স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুহুল আমিন, সিরাজ উদ-দৌলার বিচারাধীন মামলা থাকায় বুধবার আদালতে হাজিরা শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে। একই দিন কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে।

এ দিকে আসামিদের কুমিল্লা স্থানান্তরের খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে তাদের স্বজনরা ফেনী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেন। তাদের সামলাতে কারা কর্মকর্তা ও কর্মচারীদের হিমশিম খেতে হয়।

সকাল ১০টার দিকে দণ্ডপ্রাপ্তদের বহন করা প্রিজন ভ্যানটি কারাগারের ফটক থেকে বের হওয়া মাত্রই আসামিদের স্বজনরা ভ্যানটি ঘিরে আহাজারি করতে থাকেন। এ সময় পুলিশ ও কারারক্ষীরা তাদের নিরাপদে সরিয়ে দেন।

ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, যেসব আসামির দীর্ঘ মেয়াদী শাস্তি ও মৃত্যুদণ্ড হয় তাদের জেলা কারাগারে না রেখে নিরাপত্তা জনিত কারণে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য কারাবিধিতে নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পাঠানো হচ্ছে।

এছাড়া কেন্দ্রীয় কারাগারগুলোতে জনবল ও কনডেম সেলের সংখ্যা বেশি। তাদের পরিচালনার জন্য যা যা প্রয়োজন সব সেখানে রয়েছে।

তিনি আরও বলেন, ফেনী জেলা কারাগারে কনডেম সেল ও ফাঁসির মঞ্চ কোনোটিই নেই, কুমিল্লা ও চট্টগ্রামে সবকিছু রয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড