• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ

  কুমিল্লা প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৯, ২২:৩৮
কুমিল্লা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা জেলা প্রশাসক (ছবি : দৈনিক অধিকার)

ওয়াজের নামে দেশে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখার দায়ে তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

ওই তিন বক্তা হলেন- তারেক মনোওয়ার, আবদুর রাজ্জাক ও জসিম উদ্দিন।

সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, উল্লিখিত ওয়াজকারী বক্তারা দীর্ঘদিন ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে। তাদের ওয়াজে ইসলামের আদর্শ দেশ প্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায়। তাই তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হলো।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বলেন, ওয়াজের নামে ব্যাপক শব্দ দূষণ হয়, যা কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। যে স্থানে মাহফিল আয়োজন করা হবে সেখানে অবশ্যই সাউন্ড সিস্টেমটি প্যান্ডেলের ভেতরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড