• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে পর্যটন শূন্য কাপ্তাই

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

১০ নভেম্বর ২০১৯, ১৫:১৬
রাঙ্গামাটি
কাপ্তাই পর্যটন এলাকা

ঘূর্ণিঝড় বুলবুলের আতঙ্কে কাপ্তাই পর্যটন শূন্য। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুল আতঙ্ক বা কোথাও ক্ষতিগ্রস্ত হলেও তিন পার্বত্য জেলা তথা রাঙ্গামাটিতে গুঁড়িগুঁড়ি বৃষ্ঠিছাড়া বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। এর পরেও প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষণিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

দুই-তিন দিন যাবত দেশের বিভিন্ন জেলা উপজেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে জরুরি কোনো কাজ ছাড়া লোকজন তেমন ঘর থেকে বের হয়নি। এ দিকে কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলো বুলবুলের আতঙ্কের ফলে পর্যটন শূন্য হয়ে পড়ে আছে। বিজিবির ঝুঁম রেস্তোরা, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, প্রশান্তি পার্ক, ল্যাকভিউ আইল্যান্ড, নৌবাহিনী পর্যটন কেন্দ্র ও সেনাবাহিনী কর্তৃক ল্যাকশো পিকনিক স্পটগুলো পর্যটন শূন্য।

এ সকল বিনোদন কেন্দ্রের দায়িত্বশীল লোকজন জানান, বেশ কয়েকদিন যাবত বিরূপ আবহাওয়া, ঘূর্ণিঝড় বুলবুল আতঙ্কের ফলে একেবারে পর্যটন শূন্য পড়ে আছে। কেউ আর পর্যটন কেন্দ্রগুলোতে সহজে আসছে না। এ দিকে বনশ্রী পর্যটন কমপ্লেক্স পরিচালক প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ জানান, বর্তমানে আবহাওয়া খারাপের কারণে এবং বুলবুল আতঙ্কে কোনো পর্যটক না আসার ফলে স্পটগুলো শূন্য পড়ে আছে। আমরাও অলস সময় পার করছি বলে উল্লেখ করেন।

ইতোমধ্যে কাপ্তাইয়ের পর্যটনের বিনোদন কেন্দ্রগুলো বিভিন্ন সাজে সজ্জিত কারতে কাজ করছে পরিচালকগণ। আগামী ডিসেম্বর মাসের মধ্যে পর্যটনের আগমন ঘটবে বলে তারা উল্লেখ করেন।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড