• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনাগাজীর ৩০টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৫ হাজার মানুষ

  ফেনী প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ০৬:০৯
আশ্রয়কেন্দ্র
সোনাগাজীর আশ্রয়কেন্দ্র ও সাংসদ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (ছবি : দৈনিক অধিকার)

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে ফেনীর সোনাগাজী উপজেলার ৩০টি আশ্রয়কেন্দ্রে উপকূলীয় এলাকার প্রায় ১৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়াও আরও অর্ধশত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপকূলীয় এলাকায় বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা প্রত্যেককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, গুড়, মুড়ি, বিস্কুট, চিড়াসহ বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।

শনিবার (৯ নভেম্বর) ঘূর্ণিঝড়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সকাল থেকে স্থানীয় সাংসদ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে উপকূলীয় বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, 'ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানকেও দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।'

তিনি বলেন, ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখানোর পর জনগণকে সর্তক করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়েছে। একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে এবং ১০টি চিকিৎসক দল, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন। দুর্যোগকালীন উদ্ধার তৎপরতাসহ বিভিন্ন কাজের জন্য সিপিপির দেড় হাজার স্বেচ্ছাসেবকসহ ২ হাজার কর্মী মাঠে থেকে কাজ করছেন।'

দুপুরের পর থেকে উপজেলার চর চান্দিয়া, সোনাগাজী সদর, আমিরাবাদ ও চর দরবেশ ইউনিয়নের নদী উপকূলীয় এলাকার লোকজন নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত উপজেলা চারটি ইউপির ৩০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১৫ হাজার লোক আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলার দলনেতা শান্তি রঞ্জন কর্মকার বলেন, 'উপজেলার সর্বত্র সিপিপির সদস্যরা কাজ করছেন। জেলেদের দুর্যোগকালীন সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা, প্রতিটি এলাকায় সিপিপির সদস্যদের সহায়তায় জনগণকে ঘূর্ণিঝড় সম্পর্কে সর্তকতা ও গবাদিপশুর নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ চলছে।'

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড