• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাবারের খোঁজে লোকালয়ে অজগর

  হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম

০৯ নভেম্বর ২০১৯, ২১:১০
অজগর সাপ
বন বিভাগ কর্তৃপক্ষের হাতে উদ্ধারকৃত পাইথন প্রজাতির অজগর সাপ (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের হাটহাজারীতে লোকালয় থেকে ১০ ফুট লম্বা পাইথন প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে হাটহাজারী বন বিভাগ।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে হাটহাজারীর ১১ মাইল এলাকার দি কিং অব হাটহাজারী কমিউনিটি সেন্টারের পেছন থেকে একটি মাছের প্রজেক্টে সাপটিকে এলাকাবাসী দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে সাপটি উদ্ধার করে।

হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা ফরেস্টার সৌমেন বড়ুয়া জানান, অজগরটি উদ্ধার করার পর হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। একইভাবে ঊর্ধ্বতন বন কর্মকর্তাদেরও জানানো হয়। ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের নির্দেশে হাটহাজারী ব্লকের গহীন বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়।

এ দিকে, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. ইসমাইল হোসেন জানান, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে আসতে পারে। এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ লোকালয় থেকে উদ্ধার করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড