• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

০৮ নভেম্বর ২০১৯, ১১:০৪
সার কারখানা
আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারখানাটি চালু হতে প্রায় দুই থেকে তিনদিন সময় লাগতে পারে। কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় কোটি টাকা মূল্যের ১২শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

এ বিষয়ে আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটি অনেক পুরনো হয়েছে। যার কারণে কারখানাটিতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারখানার অ্যামোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়ে। ফলে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়। তবে কারখানাটির অ্যামোনিয়া প্লান্টের ত্রুটি মেরামত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে অন্তত দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড