• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রায় ৪ হাজার বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক 

  গাজীপুর প্রতিনিধি

০৭ নভেম্বর ২০১৯, ২০:৫২
মাদক কারবারি
আটককৃত মাদক কারবারি ( ছবি : দৈনিক অধিকার )

গাজীপুর নগরীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৯৪৬ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় মাম সিএনজি পাম্পের সামনে থেকে মাদক কারবারি মো. আবু সাঈদকে (২৮) আটক করা হয়। এ সময় তার চালিত কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯৪৬ বোতল ফেনসিডিল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ১৮ হাজার ১শ টাকা। পরে মাদক ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

আটককৃত মো. আবু সাঈদ চাঁদপুরের মতলব উপজেলার ফতেপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে এবং সেই চালান কাভার্ড ভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে আটক হয় আবু সাঈদ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড