• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ

  গাজীপুর প্রতিনিধি

০৭ নভেম্বর ২০১৯, ০৯:৪৬
গাজীপুর
অবৈধ করাতকল (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুর সদরের পূর্ব ডগরী গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত পাঁচটি করাতকল উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। নীতিবহির্ভূতভাবে বন এলাকার কাছাকাছি এ করাতকল স্থাপন করায় ও লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে ওই করাতকলগুলো উচ্ছেদ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত করাতকল মালিক আনোয়ার হোসেন মণ্ডলকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের জেল প্রদান করা হয়।

গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, রেঞ্জ কর্মকর্তা (ভাওয়াল রেঞ্জ) খন্দকার আরিফুল ইসলাম, বিকেবাড়ি বিটের বিট কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন বিটবন কর্মকর্তা-স্টাফ ও আনসার সদস্যবৃন্দ।

ভাওয়াল রেঞ্জ অধীন বিকেবাড়ি বিটের বিট কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, বৈধ লাইসেন্স না থাকায় বিট এলাকার অধীন পূর্ব ডগরী গ্রামের করাতকল মালিক সজল, আমিনুল ইসলাম, শাহীনুরও কোরবান আলীকে ইতিপূর্বে করাতকল বন্ধের নোটিশ দেন।

নোটিশপ্রাপ্ত হয়েও ওই করাতকল মালিকরা পুনরায় তা চালু করলে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় । উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদারের নির্দেশনায় বিকেবাড়ি বিট কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বন এলাকার নিকটবর্তী স্থাপিত অবৈধ করাতকলের তালিকা প্রণয়ন করেন বলে সূত্রে জানা যায়।

অভিযানকালে করাতকলের দুইটি চাকা, দশটি করাত প্লেটসহ মেশিনারিজ জব্দ করা হয়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড