• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধান-চাল ক্রয়ে অনিয়ম বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী

  সারাদেশ ডেস্ক

২৯ অক্টোবর ২০১৯, ১৫:৪৪
সাধন চন্দ্র মজুমদার
ছবি : সংগৃহীত

ধান-চাল কেনার সময় কিছু মধ্যস্বত্বভোগী সুযোগ নেয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এসব বন্ধ করতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত মিলার চিহ্নিত করে তাদের মাধ্যমে চাল কিনছি। ধান-চাল কেনার ব্যাপারে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

কৃষকদের কথা মাথায় রেখে কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে জন্য দেশব্যাপী পাঁচ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন দুইশ’ পেডি সাইলো নির্মাণ করা হচ্ছে, এর মধ্যে ২৫টি হবে রংপুরে। এতে করে কৃষকরা যতই ভেজা ধান দিক, সরাসরি সাইলো ফেনিং মেশিনে এক ঘণ্টার মধ্যে ধান শুকিয়ে রাখা যাবে। ফলে আমরা একই ধরনের চাল পাব যা বিদেশে রপ্তানি করা যাবে।’

আমাদের দেশ এখন আর মঙ্গাপীড়িত নয় বলেন সাধন চন্দ্র মজুমদার। তিনি আরও বলেন, ‘আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা মোট ক্ষমতার অনেক বেশি চাল কিনেছি, যার পরিমাণ চার লাখ টনেরও বেশি। এই চাল এক বছরের বেশি রাখা হলে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে আমরা চাল সেনাবাহিনী, পুলিশ, বিজেবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীকে রেশন দেওয়ার পরও উদ্বৃত্ত চাল চৌকিদার, দফাদারসহ আরও কীভাবে খরচ করা যায় সে নিয়ে চিন্তাভাবনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওডি/এএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড