• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষায় শর্টকাট নিয়মে অঙ্ক করার কিছু টেকনিক

  ক্যারিয়ার ডেস্ক

১৭ জুন ২০১৯, ১৪:২১
চাকরি

একটি ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাবার আছে। কয়েক দিন পর নতুন ছাত্র আসায় ঐ খাদ্য ২০ দিনে শেষ হয়ে গেল। তাহলে নতুন ছাত্রের সংখ্যা কত?

উ : ১৫*৩২÷২০=২৪

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

২৫*১০০÷১২৫= ২০%

একটি কলম যদি ৫০ টাকা দিয়ে ক্রয় করে ৫৬ টাকায় বিক্রি করা হয়, তাহলে শতকরা কত লাভ হবে?

৬*১০০÷৫০= ১২

১২ এর কত শতাংশ ১৮ এর সমান হবে?

১৮০০÷১২= ১৫০

১টি ত্রিভুজের ২টি কোণ যথাক্রমে ৫০ ও ৫৮ হলে, ৩য় কোণটি কত হবে?

১৮০-(৫০+৬৮)= ৬২

কোনো সংখ্যার ৩ গুণের সাথে ২ গুণ যোগ করলে ৯১ হয়?

৯১÷৫= ১৮.২

একটি কোনের সমষ্টি ২৮০ ডিগ্রি হলে ৪র্থ কোণের মান কত?

৩৬০-২৮০= ৮০

একটি জিনিস ১২৬ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে?

উ: ১১০*১২৬÷১০০= ১৩৮.৩

একটি বর্গ ক্ষেত্রের পরিসীমা ১২০ ফুট। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত?

১২০÷৪= ৩০ (বর্গক্ষের পরিসীমা ৪ক)

কোন পণ্যের পূর্ব মুল্য : বর্তমান মূল্য=৫:৭ হলে শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণ কত?

উ: ৭-৫=২ হওয়ায় ২*১০০÷৫= ৪০%

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড