• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিগত শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে এমন কয়েকটি বাগধারা

  ক্যারিয়ার ডেস্ক

২৯ মে ২০১৯, ১১:২৫
চাকরির পরীক্ষা

১. অন্ধকার দেখা - হতবুদ্ধি

২. উত্তম মধ্যম - প্রহার করা, মারা

৩. বিড়াল তপস্বী - দেখতে সাধু হলেও ভণ্ড

৪. আদিখ্যেতা - ন্যাকামি

৫. গৌরচন্দ্রিকা - ভনিতা

৬. দস্ত-ব-দস্ত - হাতে-হাতে

৭. পটল তোলা – মারা যাওয়া

৮. ঢাকের কাঠি – তোষামুদে

৯. ভিন্নার্থক অর্থ বোঝায় – আকাশ পাতাল

১০. কংস মামা - নির্দয় আত্মীয়

১১. চোখের বালি – শত্রু

১২. সুখের পায়রা - সুসময়ের বন্ধু

১৩. নদের চাঁদ - অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি

১৪. গোবর গণেশ – মূর্খ

১৫. বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করে - বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল

১৬. ভাবনা চিন্তাহীন - খোদার খাসি

১৭. সাপে নেউলে- শত্রুতা

১৮. আমড়া কাঠের ঢেঁকি – অপদার্থ

১৯. সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে, বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ - বন্ধ হওয়া

২০. অকালপক্ক - ইচঁড়ে পাকা

২১. ভূষণ্ডির কাক - দীর্ঘায়ু ব্যক্তি

২২. ছাই চাপা আগুন - বদ মেজাজ

২৩. কোন বাগধারাটি ভিন্নার্থক? - উত্তম-মধ্যম

২৪. ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা - একাদশে বৃহস্পতি

২৫. একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়

২৬. ধর্মের ষাঁড় – অকর্মণ্য

২৭. কোন বাগধারা দু’টি সম্পূর্ণ ভিন্নার্থক? - ঢাকের কাঠি/ ঢাকের বায়া

২৮. সে তোমার মাথা খেয়েছে, এ বাক্যে খাওয়ার অর্থ কি? - সর্বনাশ করা

২৯. বক দেখানো - অশোভনভাবে বিদ্রুপ করা

৩০. চাঁদের হাট - প্রিয়জন সমাগম

৩১. কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি? - কুপরামর্শ দেয়া

৩২. কোন বাগধারাটি ‘সক্রিয় হওয়া’ অর্থ জ্ঞাপক? - ঔষধ ধরা

৩৩. লক্কা পায়রা – ফুলবাবু

৩৪. গায়ে ফুঁ দিয়ে বেড়ান - কোন দায়িত্ব গ্রহণ না করা

৩৫. বিষ নেই তার কুলোপনা চক্কর - অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন

৩৬. তালকানা – বেতাল হওয়া

৩৭. অগস্ত্য যাত্রা - শেষ বিদায়

৩৮. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? - সাতেও না পাঁচেও না

৩৯. বড়র পীরিত বালির বাঁধ – ভঙ্গুর

৪০. উলু খাগড়া - নিরীহ প্রজা

৪১. ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? - কথায় চিড়া ভিজা

৪২. গভীর জলের মাছ - যার অনেক বুদ্ধি আছে

৪৩. হাত জোড়া থাকা - কর্মব্যস্ত থাকা

৪৪. ‘ধরি মাছ না ছুঁই পানি’ এটি কি? - প্রবাদ বাক্য

৪৫. ফেকলু পার্টি - কদরহীন লোক

৪৬. আমড়া কাঠের ঢেঁকি – অকেজো

৪৭. সাতকাহন - প্রচুর পরিমাণ

৪৮. একচোখা – পক্ষপাতদুষ্ট

৪৯. কেঁচো গণ্ডূষ - নতুন করে আরম্ভ করা

৫০. আকাশ ভেঙ্গে পড়া - হঠাৎ বিপদ হওয়া

৫১. দু কান কাটা – বেহায়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড