• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪০তম বিসিএস প্রিলি প্রার্থীদের জন্য শেষ সময়ের পরামর্শ

  ক্যারিয়ার ডেস্ক

০২ মার্চ ২০১৯, ১৬:১৮
বিসিএস

সামনের মাসেই হয় তো বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। হাতে আছে কিছুটা সময়। যাঁরা বিসিএস পরীক্ষার জন্য এতদিন কষ্ট করে প্রস্তুতি নিয়েছেন, তাঁরা এরই মধ্যে সিলেবাস অনুসারে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন অনেকটাই। আর যাঁরা হাতে সময় পাননি কিংবা এতদিন সন্তোষজনক প্রস্তুতি নিতে পারেননি, তাঁরাও এই শেষ সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন।

এই শেষ কয়েকটা দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে সম্পূর্ণ সিলেবাস শেষ করার চিন্তা করাটা অনুচিত হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে। এসময় অনেক পরীক্ষার্থীই অতিরিক্ত টেনশন অনুভব করেন। এর ফলে স্বাভাবিক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে।

বিশেষ করে যাঁরা প্রথম বারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাঁদের মাঝে টেনশনটা বেশি থাকে। কিন্তু এ সময়ের সঠিক ব্যবহার করে আপনি ভালো ফল করতে পারেন। নিম্নোক্ত কিছু বিষয়কে আমি এ সময় গুরুত্বপূর্ণ বলে মনে করছি।

• এই মূহুর্তে অন্য কোন চাকরির পরীক্ষায় কি কি আসে তা না ভেবে প্রিলিমিনারি পরীক্ষার দিকে মনোনিবেশ করুন ।

• বিগত ৫ বছর অর্থাৎ ৩৫-৩৯ পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিন।

• কি কি পড়বেন, তার একটি বিষয়ভিত্তিক তালিকা তৈরি করুন। মনে রাখবেন, এতে করে আপনার অর্ধেক প্রস্তুতি সম্পন্ন হবে।

• প্রতিটি বিষয়ের জন্য একটি করে নোট খাতা করুন। এর মধ্যে গুরুত্বপূর্ণ, টেকনিক, কঠিন ও আনকমন বিষয়টি লিখে রাখুন। পরীক্ষার আগে শুধু নোট খাতাতে চোখ বুলান, দেখবেন অনেক ভুলে যাওয়া টপিক মনে রাখতে সুবিধা হচ্ছে।

• আপনি যে বিষয়ে ভালো সেটা শেষ করে অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকগুলোর দিকে দৃষ্টি দিন। এরপর যেগুলো কম গুরুত্বপূর্ণ টপিক, তা সম্পর্কে জানুন।

• নিজের দুর্বল দিকগুলো কাটিয়ে উঠার চেস্টা করুন। যে টপিক কঠিন ও কনফিউজ মনে হবে এড়িয়ে যান, তবে কিছু গুরুত্বপূর্ণ টপিক কঠিন হলেও এড়িয়ে যাওয়া যাবে না। যেমন- জ্যামিতি ও ধারার সূত্র থেকে প্রশ্ন আসবেই, সেক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়া যাবে না।

• বাংলা ও ইংরেজি ও সাহিত্যের কমন টপিকগুলো দ্রুত শেষ করার চেস্টা করুন। ইংরেজি গ্রামার অংশের জন্য এক্সারসাইজ থেকে এবং ভোকাবলারি অংশের জন্য বিগত বছরগুলো অনুসরণ করুন।

• বাংলা ব্যাকরণ অংশের জন্য নবম- দশম শ্রেণির বোর্ডের বাংলা ২য় পত্র বইটি পড়ুন।

• বিজ্ঞান ও গণিত কিন্তু কমন পড়ে। তাই সিলেবাস অনুসারে সব টপিক দেখে যাবেন।

• সাধারণ জ্ঞানের বইয়ের সাথে পত্রিকা ও কারেন্ট অ্যাফের্স পড়তে পারেন।

• রিভিশন দিতে হবে বা মনে থাকে না, এমনটা কখনও মনে আনবেন না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার পড়ুন, এতে করে এমনেই রিভিশন হয়ে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড