• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

  ক্যারিয়ার ডেস্ক

২৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৯
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

দেশে বেকার সমস্যা নেই এ কথা বলা যাবে না। বলতে গেলে প্রতিনিয়তই বাড়ছে বেকার যুবকদের সংখ্যা। তবে অনেক ক্ষেত্রে তা ভয়াবহ, এ কথাও বলতে দ্বিধা করেন না কেউ কেউ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে বেকারের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার। দেশে মোট বেকারের অধিকাংশই উচ্চশিক্ষিত। গত ২০১৬-১৭ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ১৫ বছরের বেশি বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৯১ লাখ। তবে আশার কথা হলো একদিকে যেমন শিক্ষিত বেকার বাড়ছে, অপরদিকে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে এসব প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না চাহিদা মতো দক্ষ জনশক্তি। এক্ষেত্রে বিভিন্ন করপোরেট হাউসগুলোতে জায়গা করে নিচ্ছেন বিদেশি নাগরিকরা। ফলে বঞ্চিত হচ্ছে আমাদের যুবসমাজ।

আমরা আপনাকে চাকরি দিতে পারছি না, তবে আপনার সময়ের সঙ্গে জুড়ে থাকা ‘বেকার’ বিশেষণটি দূর করতে আমাদের সামান্য আয়োজন। "দৈনিক অধিকার" চেষ্টা করে যাচ্ছে আপনাকে একটি সুন্দর কর্মক্ষেত্রের তথ্য দেবার জন্য। কারণ সঠিক কর্মক্ষেত্রের তথ্য পাওয়া আপনার 'অধিকার'। আর তা বাছাই করাও আপনার ''অধিকার''। তাই আপনার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। চোখ রাখুন আমাদের ক্যারিয়ার ডেস্কে। আপন অধিকার বিনির্মাণে দৈনিক অধিকারের সঙ্গেই থাকুন...

৫ পদে ২৫ জনকে নিয়োগের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা : ০৬ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান অন্যান্য যোগ্যতা : সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ বয়স : ১৮-৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য ৩২ বছর ও বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৫ বছর বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম : ক্যাশিয়ার পদ সংখ্যা : ০১ শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা : ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষ বয়স : ১৮-৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য ৩২ বছর বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা : ০২ শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান অন্যান্য যোগ্যতা : কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ বয়স : ১৮-৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য ৩২ বছর বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম : ফটোকপি অপারেটর পদ সংখ্যা : ০১ শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান বয়স : ১৮-৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য ৩২ বছর বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা

পদের নাম : অফিস সহায়ক পদ সংখ্যা : ১৫ শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান বয়স : ১৮-৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য ৩২ বছর বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা

নির্ধারিত আবেদন ফরমটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে।

আবেদনের ঠিকানা : প্রার্থীকে যুগ্নসচিব (প্রশাসন), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ভবন নং-৬, কক্ষ নং-১৫২০, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

সময়সীমা : ১০ জানুয়ারি, ২০১৯

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে... সার্কুলার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড