• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী (সরাসরি দেখুন)

  ক্রীড়া প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯
রাজশাহী রয়্যালস
রাজশাহী রয়্যালস (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল।

দিনের প্রথম ম্যাচে শেষ বলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। ফলে পয়েন্ট টেবিলে এসেছে পরিবর্তন। বর্তমানে পয়েন্ট টেবিলের চারে আছে রাজশাহী। ৭ ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১০।

অপরদিকে রংপুর রেঞ্জার্স ৭ ম্যাচে মাত্র দুই জয়ে চার পয়েন্ট অর্জন করেছে। পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে তারা। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচ জিততেই হবে ওয়াটসনের দলকে।

ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে মাছরাঙা ও গাজী টিভির পর্দায়। এছাড়া ইউটিউবে র‍্যাবিটহোল বিডি ডট কমে লাইফ স্ট্রিমিং করেও ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

রাজশাহী রয়্যালস সম্ভাব্য একাদশ : লিটন দাস, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বি।

রংপুর রেঞ্জার্স সম্ভাব্য একাদশ : শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাইম, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, জহিরুল ইসলাম, ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, আরাফাত সানি, আল-আমিন, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড