• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাতে তুলে নিলাম ‘তুলির বাগান বিলাস’

  নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১০
তুলির বাগান বিলাশ

ফেব্রুয়ারির সপ্তাহের প্রায় অলস সময় গুলো আমার প্রাণের মেলায় না হাটলে কি যেন একটা বাকী রয়ে গেল মনে হয়। শুধু নিত্যনতুন বই বা সংকলনই নয় নব্য সব্যসাচীদের বিভিন্ন সাহিত্য অলংকরণগুলো সংগ্রহ করার একটা আগ্রহ বরাবর আমাকে নাড়া দিয়ে যায়।

মেলা প্রাংগনে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাত চোখ আটকে যায় ’তুলি’ নামটার দিকে উপরে তাকিয়ে দেখি প্রান্ত প্রকাশনী।

নাহ ! আজ আর পুরানো স্মৃতি নিয়ে কিছু বলবোনা, দেখি নতুন এই অধ্যায়ে কি আছে। হাতে তুলে নিলাম “তুলির বাগান বিলাস” হালকা একটু চোখ বুলানোর চেষ্টা করছিলাম, কিছুটা পুরানো স্মৃতির আচড় বোধহয় রূপকার্থে আবার চলে এলো।

ত্রিকৌনিক আবেগী সম্পর্কের শেষ পরিনতি কি হল সেটা জানতে আর সহ্য হচ্ছেনা, এবার বাড়ী গিয়ে পুরো গল্পটা শেষ করে তবেই উত্তর খুঁজে নিই ...। গত মেলায় আমি ফারহানা হোসাইনের ‘মাধবীলতার পদ্মপুকুর’ গল্পটি পড়েছিলাম, অসাধারণ লেখনী ভংগিমার জন্য তার গল্পের একপ্রকার ভক্ত হয়ে গেছি। দেখা যাক ক্রমান্বয়ে এবারের কি চমক আছে।

মেলায় ঘুরতে আসা আশরাফ এভাবেই লেখকের বই সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করলেন।

বইটি পাওয়া যাবে প্রান্ত প্রকাশনী ‘তে। চাইলে আপনার সংগ্রহে রাখতে পারেন একটি কপি। আপনার সাজানো ফুলের সাঁঝিতে একটি ‘তুলির বাগান বিলাস’ জায়গা করে নিলে তাতে সৌন্দর্যে্যর কমতি হবে না।

ওডি/ এজেড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড