• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তারেক চিহ্নিত দুর্নীতিবাজ খুনি অপরাধী : তথ্যমন্ত্রী

  অধিকার ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, ০৬:৫৪
হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু (ফাইল ছবি)

যে ঐক্যের যাত্রা শুরু হল এর সঙ্গে কোনো সুশাসন, গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আমি পরিষ্কার বলছি- বাংলাদেশে কোনো রাজবন্দি নেই, যারা আছে সব অপরাধী। খালেদা জিয়া একজন চিহ্নিত দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত আসামি। তারেক একটা চিহ্নিত দুর্নীতিবাজ খুনি অপরাধী।’

রবিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় ঐক্যফ্রন্টের সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিএনপির ন্যক্কারজনক ভূমিকা সম্পর্কেও নীরবতা পালন করেছে ঐক্যফ্রন্ট।’

বিএনপির বিরুদ্ধে বিষেদাগার করে জাসদ সভাপতি বলেন, ‘আমি মনে করি বিএনপি হচ্ছে রাজাকার জঙ্গি জামায়াতের আশ্রয়ন প্রকল্প বা সংস্থা, আর ড. কামাল হোসেন এই জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধী বিএনপির আশ্রয়ণ সংস্থা হিসেবে ভূমিকা রাখা শুরু করেছেন।’

মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় বিএনপি ১৯৭৫ এর পর ধারাবাহিকভাবে অমীমাংসিত করেছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি হচ্ছে মীমাংসিত বিষয় অমীমাংসিত করার মাস্টার। একাত্তরের পর জেনারেল জিয়া যেভাবে মুক্তিযোদ্ধা-রাজাকার-খুনীদের সহাবস্থানের রাজনীতি-অপরাজনীতি অনুসরণ করেছেন এই কামাল হোসেন ও বিএনপির ঐক্যফ্রন্ট ঠিক সেই সহাবস্থানের প্রস্তাব জাতির সামনে হাজির করলেন।’

শনিবার গঠিত হওয়া ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নিয়ে জাসদ একাংশের সভাপতি ইনু বলেন, ‘এটা জোট নয়, এটা ঘোট। এই ঘোট পাকানোর মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড