• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ঐক্য প্রক্রিয়ার রূপরেখার খসড়া চূড়ান্ত’

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ২১:০০

মান্না
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক শেষে মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার রূপরেখার প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে। আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্য অর্জনে কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।’

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় যুক্তফ্রন্টের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক শেষে মাহমুদুর রহমান মান্না অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা জানান।

বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর ঐক্য’ রূপরেখা ঘোষণা করা হবে শনিবার (১৩ অক্টোবর)।

এর আগে শুক্রবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় আ স ম আব্দুর রবের বাসায় বৈঠক শুরু হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুক্তফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, তানিয়া রব, মাহমুদুর রহমান মান্না, মাহি বি. চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মো. মনসুর, মোস্তফা মহসিন মন্টু, আ ব ম মোস্তফা আমীন ও সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বৃহত্তর ঐক্য’র কর্মসূচি, নাম, লক্ষ্য ও ঘোষণার খসড়া চূড়ান্ত হয়।

এদিকে বৈঠক চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আ স ম আব্দুর রবের বাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা বিএনপিকে সন্ত্রাসী দল ও তারেক রহমানকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন এবং বিএনপির সঙ্গে বৃহত্তর জাতীয় ঐক্য করায় বি চৌধুরী, ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে স্লোগান দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড