• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০১৮, ১৫:৩১
রিজভী আহমেদ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ (ফাইল ছবি)

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সারাদেশে বিক্ষোভ, ১৬ অক্টোবর কালো পতাকা মিছিল করবে বিএনপি।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

কর্মসূচি প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, কাল (বৃহস্পতিবার) সারা দেশে থানা, জেলা ও মহানগরে স্থানীয় বিএনপি নেতারা সুবিধা মতো সময় বিক্ষোভ করবে, ১৩ অক্টোবর ছাত্রদল, ১৪ অক্টোবর যুবদল এবং ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দল কর্মসূচি পালন করবে।

আগামী ১৬ অক্টোবর (মঙ্গলবার) ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি বলে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘এ ছাড়া ১৭ অক্টোবর মহিলা দল ও ১৮ অক্টোবর শ্রমিক দল মানববন্ধন কর্মসূচি পালন করবে।’

এদিকে শীর্ষ নেতাদের দণ্ড ঘোষণার পর এর প্রতিক্রিয়ায় রাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়। বর্তমান প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাসহ হামলায় আহত হন কয়েকশ’ নেতাকর্মী।

আজ বুধবার দুপুরে পুরান ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন বহুল আলোচিত ওই মামলার রায় দীর্ঘ ১৪ বছর পর ঘোষণা করেন।

গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এ মামলায় খালেদাপুত্র তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড