• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকার মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করেছে : মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর ২০১৮, ১১:৩২
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল, বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। কিন্তু আজ এগুলো পুরোপুরি ধবংস করে একটি দলের শাসন প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন।'

তিনি বলেন, 'সরকার মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। গণমানুষের স্বপ্ন, বাকস্বাধীনতাকে হত্যা করা হয়েছে। আমরা উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে উপলব্ধি করছি- দেশের মানুষের সকল স্বপ্নগুলোকে ভেঙে দেয়া হয়েছে।'

সোমবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত আছেন। সভা এখনও চলছে।

মির্জা ফখরুল বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ায় সাংবাদিকসহ সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। দেশে যে কর্তৃত্ববাদী শাসন চলছে, তাকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড