• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‌‌‘এস কে সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন’

  অধিকার ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৬
মাহবুবে আলম ও এস কে সিনহা
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা (ফাইল ছবি)

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘আপিল বিভাগের অন্য বিচারপতিরা সে সময় কেন এস কে সিনহার সঙ্গে বসতে চাননি তা প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে। তাতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।’ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ অফিসে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

সিনহার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আ ব্রোকেন ড্রিম’ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচারপতি এস কে সিনহা বিদেশে বসে যে বই লিখেছেন, তাতে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা হলো তিনি যা করছেন এটা বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন।’

এই সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করে গেছেন জানিয়ে মাহবুবে আলম বলেন, ‘সরকারের বিরুদ্ধে তাদের মধ্যে কেউ কিন্তু কোন অভিযোগ করেননি। এস কে সিনহা অভিযোগ করছেন, কিন্তু স্পষ্ট করেননি কেন উনার সঙ্গে উনার সহকারী বিচারপতিরা একসঙ্গে বসতে চাননি।’ তিনি আরও বলেন, ‘উনি প্রধান বিচারপতি থাকার সময় উনার সঙ্গে যারা বিচারকার্য পরিচালনা করেছেন, তাদের সম্পর্কে কোনো রকম কটু মন্তব্য করা বা বাজে কথা বলা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে উনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড