• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারের বর্তমান মেয়াদেই শ্রীলংকার সঙ্গে এফটিএ স্বাক্ষর

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ১১:৩৮

এফটিএ
ছবি : ইন্টারনেট

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শ্রীলংকার সঙ্গে বর্তমান মেয়াদেই এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) স্বাক্ষর করতে জোর চেষ্টা করা হবে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আশা করছি শুধু পণ্য নয় সেবা এবং বিনিয়োগের বিষয় অন্তর্ভুক্ত করে শ্রীলংকার সঙ্গে সমন্বিত এফটিএ স্বাক্ষর সরকারের চলতি মেয়াদেই করতে পারব।

তোফায়েল বলেন, ইতোমধ্যে এফটিএর বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষার খসড়া শ্রীলংকার কাছে পাঠানো হয়েছে। সমীক্ষায় পণ্য, সেবা এবং বিনিয়োগ অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত এফটিএ স্বাক্ষরের সুপারিশ করা হয়েছে।

শ্রীলংকার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে এটি আরও বিচার বিশ্লেষণ করা হবে। সমীক্ষার প্রতিবেদনটি চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে ।

বৈঠকে উপস্থিত ছিলেন- শ্রীলংকার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মি. মালিক সামারিক্রমরার নেতৃত্বে সফররত ৯ সদস্যের প্রতিনিধি দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড