• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অদম্য ফারিয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ১৯:৫৪

ভোলা
ছবি : দৈনিক অধিকার

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কিশোরী কাব ‘বনফুল’ এর কিশোরী সদস্য ফারিয়া আক্তার (১৬)। এবছর অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এসএসসিতে ‘এ’ গ্রেড ফলাফল নিয়ে স্থানীয় ধনিয়া আব্দুল মান্নান দাখিল মাদ্রাসা থেকে পাশ করেছে। পিতা হারা ফারিয়া সপ্তম শ্রেণিতে পড়াশোনা অবস্থায় তার বাবা মারা যায়।

তার পর অনেক কষ্ট করে আত্মীয় স্বজনের সহায়তায় নিয়ে মা বিবি হাজেরা ফারিয়াদের পড়াশোনা খরচ চালাচ্ছে। বর্তমানে ফারিয়া কোস্ট ট্রাষ্ট এর আইইসিএম প্রকল্পের ব্যবস্থাপনায় ‘শিশু সুরক্ষা বৃত্তি’ নিয়ে ১৫ হাজার টাকা দিয়ে সেলাই মেশিন কিনে কাপড় চোপড় সেলাই করা অর্থ দিয়ে পড়াশোনারা খরচ চালিয়ে যাচ্ছে। যা সহায়তা করছে ইউনিসেফ বাংলাদেশ। সেলাই করার অর্থ দিয়ে ফারিয়া এখন কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে। ফারিয়ার স্বপ্ন বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে।

ফারিয়া জানান, আমার বয়স যখন ১২ বছর তখন আমাদের ৩ বোনকে রেখে বাবা মারা যায়। মা অনেক কষ্ট করে আত্মীয় স্বজনদের কাছ থেকে ধারদেনা সহায়তা নিয়ে আমাদের সংসার চালাচ্ছে। তার ওপর আমাদের ৩টি বোনরে পড়াশোনার খরচ চালানো অনেক কষ্ট সাদ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিলো। এমনকি আমার বড় বোন মীম অনার্সে ভর্তি হলেও টাকার অভাবে বই কিনতে পারেনি। শুধু তাই নয় আমাদের বই পর্যন্ত কিনতে পারি নাই। অন্যর কাছ থেকে পুরাতন বই ধার করে এনে আমারা পড়াশোনা চালাচ্ছি।

ফারিয়া আরও জানায়, আমি ২০১৭ কোস্ট ট্রাস্ট এর ওয়ার্ড প্রমোটর নাজমা আপার মাধ্যমে কিশোরী কাব বনফুল কাবের সদস্য হই। সেখান থেকে আমাকে দারিদ্রতা ও বাল্য বিয়ের ঝুঁকি ক্যাটাগরিতে ১৫ হাজার টাকার ‘শিশু সুরক্ষা বৃত্তি’ পাই। সেই বৃত্তির টাকা দিয়েই আমি সেলাই মেশিন কিনি।স্থানীয় ভাবে প্রশিক্ষণ নিয়ে এখন স্থানীয় মানুষের জামা-কাপড় সেলাই করে মাসে পাঁচশত টাকা থেকে-এক-হাজার টাকা আয় করি।শুধু তাই নয় বাড়তি অয়ের জন্য হাস-মুরগী কিনে পালন করছি। এখন সেই অর্থ দিয়ে আমার এবং আমার বোনদের পড়াশোনার খরচ চালাচ্ছি। বর্তমানে লাভের টাকা দিয়ে আমি স্থানীয় ধনিয়া ইউনিয়ন পরিষদে তথ্য কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি। ভবিষ্যততে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে আমি আমার পরিবারের অভাব অনটন দূর করতে চাই। আমি দেখিয়ে দিতে চাই মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে কোন অসাধ্যকে সাধন করতে পারে। ফারিয়া তার স্বপ্ন পূরণে পথে পাশে থাকার জন্য ইউনিসেফ ও কোস্ট ট্রাস্টকে ধন্যবাদ জানান।

ফারিয়ার মা বিবি হাজেরা বেগম বলেন, ‘ওদের বাবা মারা যাওয়ার পড়ে আমাদের সংসারে যেন অন্ধকার নেমে আসে। অনেক কষ্ট করে আমার ৩ মেয়েকে পড়াশোনা করাচ্ছি। এর মধ্যে মেঝে মেয়ে ফারিয়ায় পড়াশোনার খরচ চালানোর জন্য কোস্ট ট্রাস্ট ওর পাশে এসে দাঁড়িয়েছে এর জন্য কোস্ট ট্রাস্টকে ধন্যবাদ। আমি চাই আমার ৩ টি মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। এর জন্য আমি কষ্ট করে যাচ্ছি।’

কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের ওয়ার্ড প্রমোটর ফাতেমা বেগম জানান, আমরা ফারিয়ার মতো একজন মেধাবী মেয়ের পাশে দাড়াতে পেরে খুব ভালো লাগছে। সে আমাদের কাবের রোল মডেল। কাবের সদস্যদের নিয়ে বলবিয়ে প্রতিরোধে ফারিয়া ভূমিকা রাখছে। এখন কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে অন্যদের কে কম্পিউটার প্রশিক্ষণ নেয়ার জন্য আগ্রহী করে তুলছে।

কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান জানায়, ভোলা, লালমোহন, চরফ্যাশনের প্রান্তিক ও অবহেলিত, বিদ্যালয় হতে ঝড়ে পড়া, এতিম, অশ্রুত, বিশেষ গুন সম্পন্ন প্রতিবন্ধী এবং শিশু বিবাহের ঝুঁকিতে থাকা এমন ৪০৮জন কিশোরীর মাঝে এক কালীন ১৫ হাজার টাকা ‘শিশু সুরক্ষা বৃত্তি’ প্রদান করা হয়।

তিনি আরও জানান, এই টাকা পেয়ে স্ব-স্ব কিশোরী এখন স্বাবলম্বী। তারা তাদের নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারের খরচও চালাচ্ছে। এর মাধ্যমে অনেকাংশেই শিশু বিবাহ কমিয়ে আনার পাশাপাশি পরিবারের সচ্ছলতাও ফিরে এসেছে। বিশেষ করে আমাদের বৃত্তি পেয়ে অনেক পরিবার এখন স্বাবলম্বী হচ্ছে। আর শিশুরাও এখন অনেক কিছু করতে পারছে। যেমন ফারিয়া কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে অন্য শিশুদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যৎ আমরা আরও বৃত্তি দেয়ার চেষ্টা করবো। এর ফলে স্কুল থেকে ঝরে পড়াও শিশু বিবাহর সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হবে বলে আমি মনে করি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড