• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত আবুল কাসেম 

  রাঙামাটি প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৮, ১৭:৩৮
আবুল কাসেম
ক্যান্সার রোগে আক্রান্ত আবুল কাসেম

রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকার আবুল কাসেম (৭০) লিভার ক্যান্সারে আক্রান্ত। অর্থ অভাবে তার চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে আবুল কাসেমের পরিবার। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

আবুল কাশেম ফিসারিতে ব্যবসায়ীদের সাথে হিসাব নিকাশের কাজ করতেন। তার দুই ছেলে দুই মেয়ে রয়েছে। আবুল কাশেম হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার লিভার ক্যান্সার হয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা। যা তার পরিবারের একার পক্ষে যোগার করা সম্ভব হচ্ছে না।

ডাক্তার বলেছেন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা না হলে আবুল কাসেমকে বাঁচানো সম্ভব হবে না। তবে আবুল কাসেমের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন কাঠালতলী হোয়াইট হার্ট ক্লাব। সংগঠনের নেতৃবৃন্দ আবুল কাসেমের চিকিৎসায় সমাজের বিত্তবানদের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড