• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশ্বের কাছে মডেল হবে বাংলাদেশ’

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৯ অক্টোবর ২০১৮, ২১:০৭
সংসদ সদস্য একেএম শামীম ওসমান
ছবি : দৈনিক অধিকার

বিশ্ব মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের মডেল দেশ। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবেই। ইতোমধ্যে সর্বস্থানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। শেখ হাসিনার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে বহির্বিশ্বের কাছে একটি রোল মডেল। যা দেখে দেশের বাইরের মানুষ এ দেশে আসবেন প্রাণ খুলে প্রশান্তির নিঃশ্বাস নিতে।

আজ (৯ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) সংসদ সদস্য একেএম শামীম ওসমান এসব কথা বলেন।

এ সময় শামীশ ওসমান বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গ্রুপ মরিয়া হয়ে পরেছে। দেশের মানুষের ক্ষতি করা, সেই আগুন সন্ত্রাসী আবারও মাথা চাড়া দিতে চাইছে। তাই তাদের ব্যাপারে সর্বদা নজরদারি রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বানও করেন তিনি। বর্তমান সরকারের সময় আমি ৭ হাজার ৪শ কোটি টাকার উন্নয়ন করেছি। নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত যখন তিনি সংসদ সদস্য হিসেবে ছিলেন তখন এই দুই থানা এলাকায় ২৬শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছিল।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যা প্রয়োজন ঠিক সেই উত্তম কাজটিই করবেন এখানকার সাধারণ জনগণ এমনটাই দাবি শামীম ওসমানের। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আবারও উন্নয়নের প্রতীয় নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নকে গতিশীল করারও আহ্বান জানান শামীম ওসমান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সঞ্চালনায় ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক পৌর প্রধান আব্দুল মতিন প্রধান প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড